ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার্থে ইন্স্যুরেন্স বা বিমার নিয়মে বেশ কিছু ছাড় দিয়েছে Life Insurance Corporation of India(LICI)। এদের পক্ষ থেকে বেশ কিছু ক্ষেত্রে নিয়মে সরলীকরণ করা হয়েছে বলে জানানো হয়। কোনো গ্রাহকের মৃত্যু হলে তার পরিবার খুব সহজেই টাকার জন্য আবেদন করতে পারবে বলেও জানায় LICI। এর আগে মৃত্যু দাবীর ক্ষেত্রে পঞ্চায়েত কমিটির পক্ষ হতে সার্টিফিকেট দেখিয়ে তবেই এলআইসি-র পলিসির টাকার জন্য আবেদন করতে পারতেন নমিনি। কিন্তু করোনা এই পরিস্থিতিতে আগের পদ্ধতি অনুযায়ী টাকা পেতে বেশ কিছুদিন সময় লাগতো। তবে এলআইসি এবার থেকে জানিয়েছে পঞ্চায়েত কমিটির কক্ষ হতে সার্টিফিকেট ছাড়াই হাসপাতাল থেকে মৃত্যুর যে সার্টিফিকেট পাওয়া যাবে যেখানে মৃত্যুর তারিখ এবং সময় উল্লেখ করা থাকবে, সেটি দিয়েই টাকার জন্য আবেদন করা যাবে।
আবার বেশ কিছু ক্ষেত্রে লাইফ সার্টিফিকেটও জমা দিতে হবে। যে সকল ক্ষেত্রে পলিসি গ্রাহকেরা জীবিত থাকার প্রমানপত্র জমা দেওয়ার প্রয়োজন সেই সকল ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন আনা হয়েছে। তারা ভিডিও কলের মাধ্যমেই জীবিত থাকার প্রমাণ দিতে পারবেন। পাশাপাশি যে কোনো নিকটবর্তী শাখায় গিয়ে তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন বলে জানিয়েছে LIC কর্তৃপক্ষ।