সন্ত্রাসী হামলায় আহত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়া পল্টন সমাবেশ শেষ করে রোববার রাত ৮টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান তিনি। তিনি চিকিৎসকদের কাছ থেকে বুলুর চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বুলুর বড় ছেলে ওমর শরিফ মোহাম্মদ ইমরান সানিয়াত উপস্থিত ছিলেন।
শনিবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বরকত উল্লাহ বুলু ও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে৷
এ ঘটনায় আহত বরকত উল্লাহ বুলুর স্ত্রী শামীমা বরকত, চৌমুহনী পৌরসভা ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোস্তফা, রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ফারুক আহমেদকেও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।