জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার নিউইয়র্কের উদ্দেশে তেহরান ত্যাগ করবেন তিনি।
ইরনা জানিয়েছে, নিউইয়র্ক সফরকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের কয়েক জন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট।
খবরে বলা হয়, নিউইয়র্ক সফরের আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাত করেছেন ইব্রাহিম রাইসি। উজবেকিস্তান থেকে ফেরার পর তিনি সর্বোচ্চ নেতার কাছে যান।
সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতে তিনি সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক এবং বিভিন্ন চুক্তি সইয়ের বিষয়ে প্রতিবেদন পেশ করেছেন। একই সঙ্গে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ এবং এ সংক্রান্ত পরিকল্পনা নিয়েও সর্বোচ্চ নেতার সঙ্গে কথা বলেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা প্রেসিডেন্টের প্রতিবেদন ও গৃহীত নানা পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন বলে ইরনার খবরে বলা হয়েছে।