• ১৯ আশ্বিন১৪৩০  - বুধবার, অক্টোবর ৪, ২০২৩

গাজায় অভিযানে হামলা চালিয়েছিল ‘তৃতীয় দেশ’, দাবি ইসরাইলের

গাজায় অভিযানে হামলা চালিয়েছিল ‘তৃতীয় দেশ’, দাবি ইসরাইলের

চলতি মাসের শুরুতে গাজায় ইসরাইলি সামরিক অভিযানের সময় তৃতীয় আরেকটি দেশ আক্রমণ চালিয়েছিল বলে দাবি করেছে ইসরাইল। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের চিফ অব জেনারেল স্টাফ আভিভ কোচাভি বলেছেন, ফিলিস্তিন ইসলামিক জিহাদের (পিআইজে) বিরুদ্ধে ইসরাইলের সামরিক বাহিনীর 'ব্রেকিং ডন' অভিযানে হামলা চালিয়েছিল ‘তৃতীয় একটি দেশ’।

বৃহস্পতিবার তিনি বলেন, ১০ দিন আগে আল কুদস ব্রিগেডের কমান্ডার তায়াসির আল-জাবারিকে হত্যার পাশাপাশি পশ্চিম তীরে অনেককে গ্রেফতার করেছিল ইসরাইলের সামরিক বাহিনী। সেই সময়ই তৃতীয় একটি দেশও হামলা চালায় বলে দাবি করেন তিনি।  তবে কোনো দেশের নাম উল্লেখ করেননি আভিভ কোচাভি।

২০২১ সালের মে মাসে ১১ দিনের সংঘর্ষে দুই শতাধিক ফিলিস্তিনি এবং ১২ জন ইসরাইলি নিহত হওয়ার পর থেকে চলতি মাসে এই প্রথম সেখানে এতো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

৫ আগস্ট থেকে শুরু হওয়া সংঘাতে প্রাণ হারান ৩১ জন ফিলিস্তিনি। পরে ৭ আগস্ট অস্ত্রবিরতি সম্মত হয় উভয় পক্ষ।


ভ্রমন
বিনোদন