• ২০ জ্যৈষ্ঠ১৪৩০  - শনিবার, জুন ৩, ২০২৩

এসআইবিএল’র অ্যাসেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন

এসআইবিএল’র অ্যাসেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুণগত মানসম্মত বিনিয়োগ এবং প্রদত্ত বিনিয়োগ যথাসময়ে পরিশোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ‘অ্যাসেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন’ শীর্ষক তিনমাসব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইন সম্প্রতি শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, স্পেশাল এ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মিজানুল কবির ও ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল শাখা ব্যবস্থাপক।

এই বিশেষ ক্যাম্পেইন চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।


ভ্রমন
বিনোদন