ইউক্রেনে গত ১০ মাস ধরে চলছে রাশিয়ার সামরিক আগ্রাসন। পশ্চিমাদের সামরিক সহায়তায়ও দমানো যাচ্ছে না রুশ বাহিনীকে।
এমতাবস্থায় কূটনৈতিক পথে যুদ্ধ থামানোর জন্য বিশ্বনেত্রীবৃন্দের সহায়তা চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।
এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নিতে রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ছাড়াও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করেছেন জেলেনস্কি।
এ সময় বাইডেন ও ম্যাক্রোঁ জেলেনস্কিকে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার আশ্বাস দেন এবং এরদোগান ইউক্রেনের শস্য রপ্তানি নির্বিঘ্ন করার প্রতিশ্রুতি দেন।