• ২৮ অগ্রহায়ণ১৪৩০  - মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

৪০০ কোটির লক্ষ্যে আদায় ১৫ লাখ

৪০০ কোটির লক্ষ্যে আদায় ১৫ লাখ

অবলোপন করা ঋণের টাকাও আদায় হচ্ছে না। চলতি বছরের প্রথম ৯ মাসে শীর্ষ ১৯ ঋণ অবলোপনকারী এক টাকাও পরিশোধ করেনি। ফলে দ্বিমুখী সংকটে পড়েছে সোনালী ব্যাংক। একদিকে শীর্ষ ২০ অবলোপনকারী ব্যাংক থেকে নিয়ে গেছে ২৭০০ কোটি টাকা। এরা টাকা ফেরত দিচ্ছে না। এ কারণে নিয়মানুযায়ী ব্যাংককে ২৭০০ কোটি টাকার সমপরিমাণ অর্থ প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) হিসাবে রাখতে হচ্ছে। সোনালী ব্যাংকের এক প্রতিবেদনে এমনই চিত্র উঠে এসেছে। এতে বলা হয়, ২০ শীর্ষ ঋণ অবলোপনকারীর কাছে আটকে থাকা ২৭০০ কোটি টাকার মধ্যে এ বছর আদায়ের লক্ষ্য ছিল ৪০০ কোটি টাকা। কিন্তু বাস্তবে মাত্র একজন ১৫ লাখ টাকা জমা দিয়েছেন। বাকি ১৯ জন কিছুই দেয়নি।

জানতে চাইলে সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আফজাল করিম বলেন, শীর্ষ ২০ অবলোপনকারী থেকে আদায় খুব বেশি নেই। তবে অন্যান্য অবলোপন থেকে আদায় হচ্ছে। আমি নতুন এসেছি। এসেই ১০০ দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে খেলাপি এবং অবলোপন থেকে আদায়ে জোর তাগিদ দেওয়া হয়েছে।

ভ্রমন
বিনোদন