বিপিএলের প্লে-অফ পর্ব থেকেই মাঠে দর্শক ফেরানোর কার্যক্রম শুরু হয়েছে। এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দর্শক থাকছে।
নির্দিষ্ট আসনের ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করাতে সরকারের সঙ্গে আলোচনা করছে বিসিবি। তবে করোনা নিয়ে সরকারের সব বিধিনিষেধ উঠে যাওয়ায় পূর্ণ দর্শক উপস্থিতিতেও হতে পারে ম্যাচ।
এ ব্যাপারে রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণার সময় বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান তানভির আহমেদ টিটো বলেন, আমরা চাই অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে।
বিসিবির এই পরিচালক আরও বলেন, সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে অন্তত ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার সুযোগ করে দিতে পারি কিনা, সেই চেষ্টা করছি।
প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। একই ভেন্যুত ২৫ ও ২৮ ফেব্রুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে।