• ১৯ আশ্বিন১৪৩০  - বুধবার, অক্টোবর ৪, ২০২৩

অভিবাসী নারী শ্রমিকদের নিয়ে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা

অভিবাসী নারী শ্রমিকদের নিয়ে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা

দেশে ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকদের সঠিক সংখ্যা পাওয়া যায় না। বিএমইটি-এর তথ্য ভাণ্ডারে এ বিষয়ক পরিসংখ্যান আপডেট থাকলে যারা এ বিষয় নিয়ে কাজ করেন তাদের তথ্য প্রাপ্তিতে সহযোগিতা হতো। সঠিক তথ্য জানার জন্য ইউনিয়ন পর্যায়ে সচল ডেস্ক থাকা প্রয়োজন। দালালদের চিহ্নিত করে আইনের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চয়তা করা।

সিডব্লিউসিএস-এর আয়োজনে কার্যালয়ের কনফারেন্স কক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে অভিবাসী নারীদের নিয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা বিষয়ক তথ্য বিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট-এর কান্টি কোঅর্ডিনেটর বাংলাদেশ-এর মোহাম্মদ ইকরাম হোসেন, অ্যালায়েন্স ফর উইমেন মাইগ্রেন্ট ভয়েস জোট-এর সহ সভাপতি ফওজিয়া খন্দকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরিদা ইয়াসমীন, যুগান্তরের সাংবাদিক রীতা ভৌমিক, সভাপতিত্ব করেন সিডব্লিউসিএসের সভাপতি অধ্যাপক ইশরাত শামীম।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট-এর কান্টি কোঅর্ডিনেটর বাংলাদেশ-এর মোহাম্মদ ইকরাম হোসেন বলেন, অভিবাসী নারী শ্রমিকদের জন্য সারা দেশে ৭৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে। তারা এখান থেকে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করছেন কিনা তা যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে। ফেরত আসা প্রবাসী নারী শ্রমিকরা যাতে স্বাবলম্বী হতে পারেন এজন্য তারা যে কাজে দক্ষ তাদের রেফারেল লিংকয়েজ-এর মাধ্যমে সম্পৃক্ত করে দেওয়া। সরকারের যে বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে এ সম্পর্কে তাদের অবগত করা। এ ছাড়াও ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকরা যাতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজেই ঋণ পেতে পারেন এ সম্পর্কে সচেতনতা তৈরি করা।


ভ্রমন
বিনোদন