• ১৯ আশ্বিন১৪৩০  - বুধবার, অক্টোবর ৪, ২০২৩

বিশ্বকাপে নিষিদ্ধ ৬ হাজার আর্জেন্টাইন সমর্থক

বিশ্বকাপে নিষিদ্ধ ৬ হাজার আর্জেন্টাইন সমর্থক

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ফুটবলের মহাযজ্ঞের বাকি নেই আর দু’সপ্তাহও। এরই মধ্যে দল গুছিয়ে ফেলেছে অংশগ্রহণকারী দেশগুলো।

চূড়ান্ত প্রস্তুতিও সম্পন্ন ভেন্যু কাতারে। এমন সাজসাজ রবের মধ্যেই আর্জেন্টাইন সমর্থকদের জন্য ভেসে এলো বড় দুঃসংবাদ।

৬ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যাদের কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না!

বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসনের বরাতে এ তথ্য দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

কেন এমন ঘোষণা, তার ব্যাখ্যা দিয়েছেন বুয়েনস এইরেসের আইনমন্ত্রী মার্সেলো ডি’আলেসান্দ্রো।

স্থানীয় রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কাতার বিশ্বকাপে ৬ হাজার আর্জেন্টাইন সমর্থককে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। কারণ তাদের মধ্যে সহিংস সমর্থক রয়েছেন। এ সমর্থকগোষ্ঠী হিংস্র কাজে যোগ দেন। এদের অনেকে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। আরও একটি শ্রেণি আছেন এই তালিকায়, যারা বিচ্ছেদ ঘটা মা–বাবার সন্তান, তারা নিজেদের খরচই বহন করতে পারেন না। আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই আর তাই সহিংসরা সমর্থক স্টেডিয়ামের বাইরে থাকবে।’

ডি’আলেসান্দ্রো জানিয়েছেন, প্রায় ৩ হাজার সমর্থক ‘বারাব্রাভাস’ সমর্থকগোষ্ঠীর সদস্য। ‘বারাব্রাভাস’ আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী। সহিংস আচরণের কারণে তাদের স্থানীয় ফুটবল ম্যাচ দেখাও নিষিদ্ধ।

জানা যায়, বিশ্বকাপে আর্জেন্টিনার সহিংস সমর্থকেরা যেন স্টেডিয়ামে ঢুকতে না পারেন, সেই মর্মে গত জুনে কাতার দূতাবাসে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় একটি চুক্তি সই করে।


ভ্রমন
বিনোদন