• ২৮ অগ্রহায়ণ১৪৩০  - মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

যদি বৃষ্টি নামে খেলা না হয়

যদি বৃষ্টি নামে খেলা না হয়

বৃষ্টির দরুন টি ২০ বিশ্বকাপের চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। কয়েকটি ম্যাচের নিষ্পত্তি হয়েছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। সেমিফাইনালেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি বৃষ্টির ফলে সেমিফাইনাল দুটি ভেস্তে যায়, তাহলে কারা ফাইনালে যাবে? আর যদি ফাইনালও বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে কোন দল বিশ্বকাপ জিতবে? কী বলছে আইসিসির নিয়ম?

সিডনিতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। আগামীকাল ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমি। দুদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি বৃষ্টির তোড়ে খেলা ভেস্তে যায় তার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে আইসিসি। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ, আজ যদি নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ না হয়, তাহলে তা হবে আগামীকাল বৃহস্পতিবার। আর যদি বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ড ম্যাচও না হয়, তাহলে সেই ম্যাচ হবে শুক্রবার। আবার বৃষ্টির দরুন দুদিনই খেলা ভেস্তে যেতে পারে। তখন কী হবে? আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচের ফল নির্ধারণের জন্য অন্তত ১০ ওভার খেলা হতে হবে। টি ২০ ম্যাচে ফলের জন্য দুদলকে কমপক্ষে পাঁচ ওভার করে খেলতে হয়। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে অন্তত ১০ ওভার করে ম্যাচ হতে হবে। যদি প্রথমদিন কিছুটা খেলা হওয়ার পর আর না হয়, তাহলে দ্বিতীয়দিন নতুন করে নয়, যেখানে বন্ধ হয়েছিল সেখান থেকে আবার খেলা শুরু হবে। কিন্তু ১০ ওভার করে দুদলের খেলা না হলে সেক্ষেত্রে দেখা হবে গ্রুপপর্বের পরে পয়েন্ট কোন দলের বেশি। সেই দলকে জয়ী ঘোষণা করা হবে। বিশ্বকাপের শেষ চারে ওঠা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আট পয়েন্ট ভারতের।

ভ্রমন
বিনোদন