• ১৯ আশ্বিন১৪৩০  - বুধবার, অক্টোবর ৪, ২০২৩

নিউজিল্যান্ড বধে পাকিস্তানের তুরুপের তাস হতে পারেন শাদাব

নিউজিল্যান্ড বধে পাকিস্তানের তুরুপের তাস হতে পারেন শাদাব

সব ফরম্যাটে বর্তমান পাকিস্তান দলের সাফল্য নির্ভর করে বাবর-রিজওয়ান জুটির ওপরে। তবে চলতি টি-টোয়েটি বিশ্বকাপে এ ধারণা বদলে গেছে। বিশ্বকাপে বাবর ব্যাট হাতে ব্যর্থ। রিজওয়ান রান পেলেও পরিচিত ছন্দে নেই।

অন্যদিকে বোলাররা বরাবর নির্ভরতা দেন পাকিস্তানকে। এবারও তার অন্যথা হয়নি। শাহিন আফ্রিদি শুরু থেকে তার কারিশমা দেখাচ্ছেন। হারিস রউফ, মুহাম্মদ ওয়াসিমরাও যোগ্য সঙ্গ দিচ্ছেন।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের তুরুপের তাস হতে পারেন শাদাব খান। বড় মঞ্চের প্লেয়ার শাদাব দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রায় প্রতি ম্যাচে উইকেট তো নিচ্ছেনই, ব্যাট হাতেও ভালো পারফরম্যান্স করছেন। তা ছাড়া সিডনির ২২ গজে স্লো বোলাররা বিশেষ সুবিধা পেতে পারেন। সে কারণেই নিউজিল্যান্ডকে চমকে দিতে পারেন শাদাব।


ভ্রমন
বিনোদন