আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরে লগ্নিক্ষেত্রে আসছে এক বড় সংস্থার আইপিও।
চলতি বছরেই শেয়ার মার্কেটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এলআইসি। জানা গিয়েছে, জানুয়ারির তৃতীয় সপ্তাহে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে ড্রাফট। অনুমোদন পেলেই বাজারে আত্মপ্রকাশ করবে এলআইসি।
এলআইসি আইপিও-র প্রস্তাবিত বাজারমূল্য হতে পারে প্রায় এক লক্ষ কোটি টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে এত বড় অঙ্কের আইপিও এর আগে বাজারে খুব কমই এসেছে।
কেন্দ্রের থেকে জানানো হয়েছে, আইপিওর আওতায় থাকা শেয়ারের প্রায় ১০ শতাংশ সংস্থার পলিসি হোল্ডারদের জন্য সংরক্ষিত থাকবে। তাঁরা সেই শেয়ার ক্রয়ে আরও কিছু ছাড়ও পাবেন। কোটি টাকা তোলার লক্ষ্যে বাজারে আইপিও ছাড়তে চলেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। প্রতি শেয়ারের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যেই থাকবে বলে আশা করা হচ্ছে।