ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে (আইপিইএফ) ভারতের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী গিনা রায়মন্ডো। ভারতীয় সংবাদমাধ্যম এনএনআই বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দেখা করেন গিনা রায়মন্ডো। এ সময় তারা যুক্তরাষ্ট্র-ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আইপিইএফে ভারতের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন তিনি।
এ সময় তিনি ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার উপর জোর দেন বলে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
জয়শংকর ও রায়মন্ডো দুজনেই একমত হন যে, সিইও ফোরাম এবং মার্কিন-ভারত বাণিজ্যিক সংলাপই উভয় দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্বকে শক্তিশালী করে দুই দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রধান সুযোগ।