• ১৯ আশ্বিন১৪৩০  - বুধবার, অক্টোবর ৪, ২০২৩

ইসরাইলের হামলায় একদিনে চার ফিলিস্তিনি নিহত

ইসরাইলের হামলায় একদিনে চার ফিলিস্তিনি নিহত


বুধবার স্থানীয় সময় সকালে ইসরাইলের সেনাবাহিনী ওয়েস্ট ব্যাংকের জেনিনে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। এই হামলায় এখন পর্যন্ত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আরও ৪৪ জন।

এ বছরের মধ্যে ওয়েস্ট ব্যাংকে এটি সবচেয়ে বড় হামলার ঘটনা। শুধু ২০২২ সালেই এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি ইসরাইলের হামলায় প্রাণ হারিয়েছেন।

জেনিনে হামলার ব্যাপারে ইসরাইলের সেনাবাহিনী বলেছে, গত এপ্রিলে তেল আবিবে ফিলিস্তিনিদের হামলায় তিনজন ইসরাইলি নিহত হন। ওই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে জেনিনে কথিত অভিযান চালায় তারা। কিন্তু তাদের ওপরই বিস্ফোরক ও গুলি ছোড়া হয়। এতে পাল্টা গুলি ছুঁড়লে চারজন নিহত হন।

ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের হামলায় নিহত হয়েছেন আব্দেল আল রহমান খাজাম নামে একজন। যার ভাই রাইদ খাজাম গত এপ্রিলে তেল আবিবে হামলা চালিয়েছিল এবং পরের দিন ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছিল।

ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নিহত অন্য তিনজন হলেন মোহাম্মদ আওলানা, আহমেদ নাজমি আলওয়ানে এবং মোহাম্মদ আবু নাসে’হ।

সূত্র: সিএনএন


ভ্রমন
বিনোদন