এমন ভাবনা খুব অমূলক নয়। অতীতেও তার যথেষ্ট উদাহরণ আছে। কিন্তু বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান কি তেমনটি করবেন? তার পরিকল্পনা কি?
আসলে এই মুহূর্তে আইপিএল খেলতে ভারতে আছেন সাকিব। সেখানেই দেশটির সংবাদ সংস্থা পিটিআই ভবিষ্যতে সাকিবের রাজনীতিতে আসার সম্ভাবনা কতটুকু তা সাকিবের কাছেই জানতে চাওয়া হয়েছিল।
উত্তরে সাকিব জানিয়েছেন, রাজনীতিতে আসা নিয়ে তিনি এখনও কিছু ভাবেননি। ক্রিকেট নিয়েই পড়ে থাকতে চান এবং মনোযোগটা খেলাতেই থাকবে। তবে ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু বলতে পারে না বলেও সাকিব পিটিআইকে মনে করিয়ে দিয়েছেন।
রাজনীতিতে যাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘বিষয়টি নিয়ে আমি কোনও চিন্তা করিনি, তাই এখনই এটি নিয়ে কথা বলা কঠিন। ক্রিকেটই আমার জীবন এবং আমার ফোকাস সেখানেই থাকবে।’
নিদাহাস ট্রফির আগে সপরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন সাকিব আল হাসান। দাওয়াত পেয়েছিলেন রাষ্ট্রপতির। সপরিবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির দাওয়াত রক্ষা করেছিলেন সাকিব। এরপর থেকেই অনেকের প্রশ্ন, ক্রিকেট ছাড়ার পর সাকিব কি রাজনীতিতে আসতে যাচ্ছেন?