Breaking News
Home / খেলাধুলা / গুজবের পর লাইভ ভিডিওতে আকমল, বললেন ‘মরিনি’
গুজবের পর লাইভ ভিডিওতে আকমল, বললেন ‘মরিনি’
গুজবের পর লাইভ ভিডিওতে আকমল, বললেন ‘মরিনি’

গুজবের পর লাইভ ভিডিওতে আকমল, বললেন ‘মরিনি’

প্রযুক্তির যুগে খবর ভাইরাল হতে বেশি সময় নেয় না। আর সে খবর যদি হয় কোনো সেলিব্রেটিকে নিয়ে তাহলে তো কথাই নেই। খ্যাতির বিড়ম্বনার মতো ভাইরাল সংবাদেরও যন্ত্রণা পোহাতে হয় তাদের।

এমনই এক ফেইক নিউজের কবলে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। এ নিয়ে পুরো পাকিস্তান ও ক্রিকেট বিশ্বে চলছে তোলপাড়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে আকমলের মতো দেখতে এক ব্যক্তির ছবিযুক্ত খবর ছড়িয়ে পড়েছিল। যাতে বলা হয়, ইসলামাবাদে সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে দাঙ্গায় নিহত হয়েছেন আকমল। স্বভাবতই ছবিটা ভাইরাল হয়ে যায় মুহুর্তেই। কেননা পাকিস্তানে দাঙ্গায় সত্যিই নিহত হয়েছেন কয়েকজন।

ফেসবুকে যে ছবিটা দেয়া হয়, সেটা দেখতে অনেকটা উমর আকমলের মতোই। মানুষের বিভ্রান্ত হওয়া স্বাভাবিক।

এ অবস্থায় শেষ পর্যন্ত সামিজক মাধ্যমে উপস্থিত হয়ে নিজের বেঁচে থাকার কথা জানাতে বাধ্য হন আকমল।

আকমল এক টুইটবার্তায় জানান, ‘আমি বেঁচে আছি। আলহামদুলিল্লাহ, লাহোরে আছি। সম্পূর্ণ সুস্থ আছি। সামাজিক মাধ্যমের সব খবর ভুয়া।’

তবে এ বার্তাতেও যখন সন্দেহ কাটেনি তখন লাইভ ভিডিওতে এসে আকমল নিজের বেঁচে থাকার কথা জানান। ভক্তদের আশ্বস্ত করেন, বলেন এখনো মরেননি।

এখানে মন্তব্য করুন
শেয়ার করতে আপনার একাউন্ট আইকণে ক্লিক করুন

Check Also

ঢাকা টেস্টের একাদশে রাজ্জাক !

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাম হাতের আঙুলের ইনজুরির কারণে খেলতে পারছেন না সাকিব আল হাসান। …